Saturday, October 8, 2011

সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ : পোস্ট সংখ্যা ও বেশি মন্তব্যের পোস্ট দেখান (পর্ব ৪)

সবাই কেমন আছেন ? ভালো নিশ্চয়ই। আমি আপনাদের দোয়াতে বেশ ভালো আছি। সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ এই সিরিজ পোষ্টের আজ আমার ৪র্থ পোস্ট। গত পোস্ট গুলো তে কি কি নিয়ে আলোচনা করা হয়েছিল আসুন দেখে নেই এক নজরে…
  1. সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ : পেজ ন্যাভিগেশান মেন্যু (পর্ব ১)
  2. সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ : “রিলেটেড পোস্ট” (পর্ব ২)
  3. সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ : লেবেলকে ড্রপডাউন মেনুতে রূপান্তর (পর্ব ৩)
আজ আমি আপনাদের মাঝে আবারও নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। আজকের পোষ্টে আমরা দেখবো কিভাবে এই গেজেটটি ব্যাবহারের মাধ্যমে আপনি আপনার ব্লগে মোট কতটি পোস্ট (Post)  প্রকাশিত হয়েছে এবং আপনার ব্লগের ভিজিটররা  (Visitor-Reader) মোট কতগুলো মন্তব্য (Comment) করেছেন তা দেখতে পারবেন। এবং বোনাস হিসাবে থাকছে কোন পোষ্টে কত গুলো মন্তব্য পড়েছে সেটি দেখার সুযোগ। বরাবরের মত এই সুবিধাটিও ব্লগে স্থাপন করা খুব সহজ।
আসুন তবে কথা না বাড়িয়ে শুরু করে দেই…
১ নং গেজেট
১ নং : মোট পোস্ট এবং মন্তব্য এর সংখ্যা প্রাকাশের জন্যঃ

  • প্রথমে আপনার ব্লগস্পটে লগইন করুন সেখান থেকে আপনার (যে ব্লগ টাতে এই গেজেট টা ব্যাবহার করতে চান ) ব্লগের Layout/Design এ যান।
  • সেখান থেকে Ad a Gadget এ ক্লিক করে HTML/ Javascripts কে নিয়ে নিন।
  • এখন  নিচের দেয়া কোডটি কপি (Copy) করে নিয়ে ঐ HTML/ Javascripts গেজেটে পেস্ট (Paste) করে দিন।
  • কোডের অভ্যন্তরের  earntricks লেখাটিকে (বোল্ড করা) পাল্টে আপনার ব্লগের সম্পুর্ণ  ঠিকানাটি (Blog address) লিখে দিন।
  • এবার সেভ (Save) করুন। ব্যাস কাজ শেষ, এবার লেআউট দেখে নিন।
 <script style=”text/javascript”>
function numberOfPosts(json) {
document.write(‘Posts: <b>’ + json.feed.openSearch$totalResults.$t + ‘</b><br>’);
}
function numberOfComments(json) {
document.write(‘Comments: <b>’ + json.feed.openSearch$totalResults.$t + ‘</b><br>’);
}
</script>
<font color=”blue”><script src=”http://earntricks.com/feeds/posts/default?alt=json-in-script&callback=numberOfPosts”></script>
<script src=”http://earntricks.com/feeds/comments/default?alt=json-in-script&callback=numberOfComments”></script></font>
কোডটির সেটিংস পরিবর্তন করতে পারবেন।
  • গেজেটটিকে নিজের পছন্দমতো কোন একটি দিন নাম আমি ‘ব্লগ পরিসংখ্যান’ বা Blog Statistics এটা ব্যবহার করি চাইলে এটাও করতে পারেন ।
  • Posts: লেখাটি যেখানে রয়েছে সেখানে ‘Post’ লেখাটি (বোল্ড করা) পাল্টে ‘পোস্ট সংখ্যা’ বা অন্য যে কোন বাংলা শব্দ লিখতে পারবেন।
  • Comments: লেখাটি যেখানে রয়েছে সেখানে ‘Comments’ শব্দটি (বোল্ড করা) পাল্টে ‘মন্তব্য সংখ্যা’ বা অন্য যে কোন বাংলা শব্দ লিখতে পারবেন।
  • font color=”blue” পাল্টে ‘black’ কিংবা ‘red’ অথবা যে কোন রঙ লিখে দিতে পারবেন।
২ নং গেজেট
২ নং : যেসব পোস্টে সবচাইতে বেশি মন্তব্য করা হয়েছে সেগুলো দেখানো জন্যঃ
  • উপররে দেখানো ওয়েতে HTML/ Javascripts গেজেট নিয়ে নিচের কোড টি বসিয়ে দিন।
  • এবার সেভ (Save) করুন। ব্যাস কাজ শেষ, এবার লেআউট দেখে নিন।
<script language=”JavaScript”>
aBold = true;
numposts=200;
maxshowresult=5;
home_page = “http://earntricks.com/”;
</script>
<script src=”http://sites.google.com/site/banglahacks/tools/popularpostblogger-min.js” type=”text/javascript”></script>

কোডটির দুইটি সেটিংস পরিবর্তন করুন।
  • earntricks লেখাটি পাল্টে আপনার ব্লগের নামটি লিখে দিন।
  • ইচ্ছে করলে maxshowresult=5; এর সংখ্যাটি পাল্টাতে পারবেন।

আশা করি সবাই পারবেন, আর ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই মাহ মুদুল হাসান প্রিন্স।

No comments:

Post a Comment