Sunday, October 16, 2011

ফটোশপ জোনঃ( পর্বঃ ১৫- পেন্সিল তৈরি )

বন্ধুরা কেমন আছেন সবাই ? আবারো হাজির হলাম আপনাদের সামনে ফটোশপের নতুন টিপস নিয়ে। আজ দেখাবো, কিভাবে সহজেই একটি পেন্সিল তৈরি করা যায়। আজ ফটোশপ নিয়ে একটু ঘাটাঘাটি করতে গিয়েই ভাবলাম, একটি পেন্সিল তৈরি করে ফেলি। সাথে সাথে শেয়ার করে ফেললাম আপনাদের সাথে।
যেকোনো সাইজের(আমারটা ৮০০x৬০০ পিক্সেল) ডকুমেন্ট খুলুন।
নতুন লেয়ার তৈরি করে তাতে  Marquee tool দিয়ে নিচের মত সিলেকশান করুন এবং যেকোনো কালার দিয়ে ফিল করুন (অর্থাত আপনি যে কালারের পেন্সিল তৈরি করতে চান)

সিলেকশান ডিসিলেক্ট করুন ctrl+D প্রেস করে।
আরেকটি লেয়ার তৈরি করে তাতে     Polygonal  lasso tool  দিয়ে নিচের মত সিলেকশান তৈরি করুন এবং কাঠের রঙ বা কাঠের রঙের কাছাকাছি কোনো রঙ দিয়ে ফিল করুন।

এখন ctrl+T প্রেস করুন ফলে এটি ট্রান্সফর্ম মোড ধারণ করবে। ট্রান্সফর্ম মোডের ফ্রেমের উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করে প্রাপ্ত মেনু থেকে perspective সিলেক্ট করুন নিচের মত।

এরপর ডানপাশের এঙ্কর পয়েন্টগুলো চেপে দিন নিচের মত (ডানপাশের নিচের এঙ্কর পয়েন্ট উপরের দিকে এবং ডানপাশের উপরের এঙ্কর পয়েন্ট নিচের দিকে চেপে দিন)

এবং enter প্রেস করুন।
। filter->noise->add noise কমান্ড দিন। একটি বক্স আসবে, তাতে নিচের মত মান নির্ধারণ করে ok  করুন।

আবার filter->blur->motion blur কমান্ড দিন। যে বক্স আসবে তাতে নিচের মান বসান এবং ok করুন।

এখন এই লেয়ারের blending option সিলেক্ট করুন। এর জন্য লেয়ার প্যালেটে এই লেয়ারে উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে যে মেনু পাবেন তা থেকে blending option সিলেক্ট করুন। নিচের মত বক্স পাবেন। তাতে gradient overlay অপশনে নিচের মত মান বসিয়ে ok করুন।

দেখুন,পেন্সিলটির হলুদ অংশটিকে এখন আরেকটু রিয়েলিস্টিক লাগছে।

আরেকটি লেয়ার তৈরি করুন।এই লেয়ারে নিচের মত marquee tool দিয়ে সিলেকশান তৈরি করে সাদা রঙ দিয়ে ফিল করুন।

Ctrl+D চেপে সিলেকশান ডিসিলেক্ট করুন।
Filter->blur->motion blur কমান্ড দিন। যে বক্স আসবে তাতে নিচের মত মান দিয়ে ok করুন।

এরপর এই লেয়ারের opacity কমিয়ে দিন নিচের মত। এক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ যেকোনো মান দিতে পারেন।

ফলে পেন্সিলটি ত্রিকোণাকৃতির হবে।
আরেকটি নতুন লেয়ারে নিচের মত সিলেকশান তৈরি করুন(হলুদ অংশের উল্টোদিকে ) ও নিচের মত করে ফিল করুন।

এই লেয়ারেই আরেকটি সিলেকশান তৈরি করে নিচের মত করে হাল্কা গোলাপী টাইপের কালার দিয়ে ফিল করুন। এটি হবে পেন্সিলের রাবার।

সিলেকশান ডিসিলেক্ট করে এই লেয়ারের জন্য blending option সিলেক্ট করে নিচের মত মান নির্ধারণ করুন।

নিচের মত পাবেন

এখন elliptical marquee tool দিয়ে নিচের সিলেকশান তৈরি করুন। এরপর ctrl+shift+I প্রেস করে ইনভার্ট সিলেকশান করুন।

বাইরের অংশকে মুছে দিন নিচের মত

সিলেকশান ডিসিলেক্ট করে নতুন লেয়ার তৈরি করে তাতে পেন্সিলের মাথায় নিচের মত সিলেক্ট করুন এবং গাঢ় ধূসর কালার দিয়ে ফিল করুন

এই লেয়ারের blending option সিলেক্ট করে নিচের মত মান দিন।

এবার দেখুন


কেমন লাগলো জানাবেন। সবাইকে ধন্যবাদ।

No comments:

Post a Comment