Sunday, October 16, 2011

ফটোশপ জোন(পর্বঃ১৬-রৌদ্রজ্জ্বল নীল আকাশে বিদ্যুৎ চমক+প্রশ্নোত্তর পর্ব)

বন্ধুরা, গত পর্ব-১ থেকে পর্ব - ১৪ এবং আজকের পর্ব দিয়ে আমি ফটোশপে  ছবি এডিট করার টিউটোরিয়াল শেষ করলাম।  এরপর থেকে ফটোশপের অন্যান্য বিষয়গুলো নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল করব। ছবি এডিটিং বিষয়ক আজ পর্যন্ত যত টিউটোরিয়ালগুলো লিখলাম, এরপরেও আপনাদের ছবি এডিটিং এর ব্যাপারে যদি কোন কিছু জানার থাকে তবে তা এই টিউনে মন্তব্যের আকারে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করব। এবার চলুন মূল প্রসঙ্গে আসি।
রৌদ্রজ্বল নীল আকাশে বিদ্যুৎ চমকাতে দেখেছেন কখনো? দেখননি তাই না? চলুন আজ তাহলে নিজেরাই এমনই একটি বিদ্যুৎ চমকানো আকাশ তৈরির চেষ্টা করি আর দেখি বিদ্যুৎ চমকানো রৌদ্রজ্জ্বল নীল আকাশ।
প্রথমেই একটি রৌদ্রজ্জ্বল  আকাশের ছবি খুলুন নিচের মত।

আকাশটি সিলেক্ট করুন।
নতুন একটি লেয়ার তৈরি করুন।
কীবোর্ড থেকে D প্রেস করুন। ফলে ফরগ্রাউন্ড হিসেবে কালো ও ব্যাকগ্রাউন্ড হিসেবে সাদা রঙ সিলেক্ট হবে।
gradient tool সিলেক্ট করে নিচের মত সেটিং করুন। গ্র্যাডিয়ান্ট হিসেবে ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন।

(*)নতুন লেয়ারটিতে সিলেকশান বরাবর উপর থেকে নিচের দিকে মাউস ড্র্যাগ করে গ্র্যাডিয়েন্ট তৈরি করুন।

filter->render->difference cloud কমান্ড দিন। নিচের মত হবে।

image->adjustment->invert কমান্ড দিন।
আবার image->adjustment->levels কমান্ড দিন। একটি বক্স আসবে, তাতে নিচের মত মান বসান।

নিচের মত পাবেন।

এখন এই লেয়ারটির mode পরিবর্তন করে screen করুন এবং opacity এর মান কমিয়ে  নিজের ইচ্ছামত সামঞ্জস্যপূর্ণ মান দিন।
ফলে নিচের মত পাবেন। প্রয়োজনে কালো রঙের সফট রাউন্ড ব্রাশ দিয়ে অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলুন
(*) লম্বালম্বি ভাবে বিদ্যুৎ চমক তৈরির জন্য উপর থেকে নিচে gradient প্রয়োগ না করে ডান থেকে বামে বা বাম থেকে ডানে gradient প্রয়োগ করুন। এরপর কালো রঙের সফট রাউন্ড ব্রাশ দিয়ে প্রয়োজনে অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলুন। এক্ষেত্রে কাজ শেষে নিচের মত ফলাফল পাবেন।
সবাইকে ধন্যবাদ। কেমন লাগলো জানাবেন। আর আবারো জানাচ্ছি ছবি এডিটিং এর ব্যাপারে কিছু জানার থাকলে এখানে কমেন্ট করে উল্লেখ করবেন। ধন্যবাদ সবাইকে।

No comments:

Post a Comment