Monday, October 17, 2011

ফটোশপ জোন(পর্বঃ২৯- জেলী বা জেল এর মত টেক্সট/জেল টেক্সট ইফেক্ট )

বন্ধুরা কেমন আছেন সবাই? অ......নে......ক দিন পরে লিখতে বসলাম। ইদানিং খুব ব্যস্ত সময় কাটছে। আজ সময় পেয়ে তাই হয়ে গেলাম back in action . আজ আমি অসাধারণ একটি টেক্সট ইফেক্ট দেখাব, জেল বা জেলীর মত টেক্সট ইফেক্ট। আর কথা বাড়িয়ে চলুন শুরু করি। যা দেখতে নিচের মত হবে।
কাজ নিয়ে বিশ্লেষনঃ
জেল সাধারনত বাইরের দিকে হালকা রঙের এবং ভিতরের দিকে একটু গাঢ় রঙের হয়।তাছাড়া এর উপরের পৃষ্ঠে আলোর প্রতিফলনের জন্য জেল চকচক করে। এখানেও তাই করা হয়েছে।
একটি ডকুমেন্ট খুলুন,আমারটা ৮০০x৬০০ পিক্সেল। টেক্সট টুল সিলেক্ট করে এর জন্য নিচের মত সেটিংস ঠিক করুন।

এখন নিচের মত লিখুন।
blending mode এ গিয়ে নিচের মত মান নির্ধারণ করুন।
ফলে নিচের মত হবে।
এখন inner shadow এর জন্য নিচের মত মান নির্ধারন করুন। আপনি যে রঙ্গে লেখটি লিখেছেন,inner shadow এর জন্য তার জন্য আরেকটু গাঢ় রঙ নির্বাচন করুন। এর ফলে লেখটির উপরের অংশে এবং ভিতরের দিকের কিছু অংশের রঙ গাঢ় হবে।
নিচের মত পাবেন
এখন outer glow তে নিচের মত মান দিন। outer glow এর  উইন্ডোতে যে ছোট আকারের রঙ নির্বাচনের অপশন আছে তাতে  টেক্সট এর চেয়ে হালকা কালার সিলেক্ট করুন।
নিচের মত হবে
inner glow এর জন্য নিচের মত মান দিন। এক্ষেত্রে টেক্সট এর চেয়ে গাঢ় রঙ সিলেক্ট করুন
নিচের মত হবে
এবার bevel and emboss। এখানে attitude এর মান চেঞ্জ করতে ভুলবেন না।
ফলে নিচের মত পাবেন
এখন satin এ নিচের মত মান দিন। satin এর রঙ হিসেবে আপনার টেক্সট এর রঙ্গটিই নির্ধারন করুন।

নিচের মত হবে
আরেকটু কাজ বাকি। ব্রাশ সিলেক্ট করে নিচের মত এর সেটিংস ঠিক করে নিন টুলস অপশন্স বার থেকে। বারে dissole mode সিলেক্ট করে opacity আর flow ভুলবেন না।
এখন নতুন লেয়ার তৈরি করে তাতে লেখাটির ঠিক মাঝখান বরাবর একটি ক্লিক করুন, নিচের মত পাবেন

এবারে এই লেয়ারের মোড এবং opacity এর মান যথাক্রমে overlay ও 67% করুন।
এবার দেখুন , নিচের মত হবে
এইতো!!!!
সবাই ভালো থাকবেন,কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।

No comments:

Post a Comment