Monday, October 17, 2011

ফটোশপ জোন(পর্বঃ২৮-ভ্যারোবোর্ড তৈরি(২))

গতপর্বের পরে
line tool সিলেক্ট করুন। এর জন্য টুলস অপশন্স বারে নিচের মত মান নির্ধারণ করুন।
এটা দিয়ে নিচের মত লাইন টানুন। প্রতিটা লাইনই আলাদা লেয়ারে তৈরি হবে। আপনি ইচ্ছা করলে লেয়ারগুলো rasterize করে নিতে পারেন।
এবারে রেজিস্টর তৈরির পালা। rounded rectangle tool দিয়ে নিচের মত করে একটি semi rectangle তৈরি করুন। এটিও নতুন লেয়ারে তৈরি হবে।

এখন pencil tool দিয়ে বিভিন্ন কালারের রেখা আকুন । এই রেখাগুলো রেজিস্টরের কালার কোড হবে।
pencil tool এর সাইজ হবে নিচের মত
পেন্সিল দিয়ে আকার পরে
এখন রেজিস্টরের ডানপাশের অংশ rounded rectangle tool দিয়ে বৃত্তের মত করে অবঅজেক্ট তৈরি করুন।
এভাবে বামপাশেও তৈরি করুন।
এখন দুইবার ctrl+E প্রেস করুন। ফলে রেজিস্ট্রের এই তিনটি অংশের লেয়ার পরস্পর মিলে যাবে। উল্লেখ্যা ডান ও বামপাশের গোল করে তৈরি করা অংশটি রেজিস্টরের প্রলম্বিত অংশ।
রেজিস্টরের জন্য blending option এ নিচের মত মান নির্ধারণ করুন।


নিচের মত পাবেন।

রেজিস্টরের দুইপাশে পেন্সিল টুল দিয়ে দুটি দাগ আকুন,দেখে মনে হয় যেনো, দুটি ছোট তার দিয়ে রেজিস্টরটি আটকানো আছে।

এই লেয়ারটি কপি ডুপ্লিকেট করুন এবং ফলে আরেকট রেজিস্টর পাবেন। রেজিস্টরকে বামদিকে সরিয়ে নিচের মত করুন। ফলে নিচের মত পাবেন।

আমি আরেকটু এডিট করে নিলাম।
সবাইকে ধন্যবাদ।

No comments:

Post a Comment