Saturday, October 8, 2011

সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ : আপনার ব্লগ পোস্টের তারিখ, সময় এবং লেখকের নাম লুকিয়ে রাখুন (পর্ব-৬)

কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন । আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। আজ অনেক দিন পর পোস্ট করতে বসলাম, আসলে পোড়া লেখার ঝামেলার ভিতর আছি। আপনারে জানেন যে আমি ব্লগস্পটের ব্লগ ডিজাইন নিয়ে চেইন টিউন করে যাচ্ছি। তারি ধারাবাহিকতায় আজকে আমি পর্ব ৬ শুরু করছি।
যাক আর কথানা বাড়িয়ে শুরু করা যাক।
আজ আমি লিখব কিভাবে আপনার ব্লগস্পট ব্লগের পোস্ট তারিখ, সময় এবং লেখকের নাম লুকিয়ে রাখবেন।
  • ১)  প্রথমেই আপনি  আপনার ব্লগে সাইন ইন করুন।
  • ২) তারপর আপনি  “Deshboard>Layout>Edit Html”  এ যান।
  • ৩) তারপর “Expand Wedget Templates” এ ক্লিক করুন।

পোস্টের তারিখ লুকানোর জন্য

প্রথমে নিচের কোডটি Ctrl+F  দিয়ে খুঁজুন এবং পরে কোডটি ডিলেট করে দিন ।
   <data:post.dateHeader/>

পোস্টের সময় লুকানোর জন্য

নিচের কোডটুকু খুঁজুন এবং খেজে পেলে কোডটুকু ডিলেট করে দিন
<span class=’post-timestamp’> <b:if cond=’data:top.showTimestamp’> <data:top.timestampLabel/> <b:if cond=’data:post.url’> <a class=’timestamp-link’ expr:href=’data:post.url’ rel=’bookmark’ title=’permanent link’><abbr class=’published’ expr:title=’data:post.timestampISO8601′><data:post.timestamp/></abbr></a> </b:if> </b:if> </span>

পোস্টে লেখকের নাম লুকানোর জন্য

এর জন্য প্রথমে নিচের কোডটুকু খুঁজুন এবং কোডটুকু খুজে পেলে ডিলেট করে দেন ।
<span class='post-author vcard'>
<b:if cond='data:top.showAuthor'>
<data:top.authorLabel/>
<span class='fn'><data:post.author/></span>
</b:if>
</span>
এই কাজ গুলি করা একেবারেই সহজ আশাকরি সবাই পারবেন তারপরও কার কোন সমস্যা হলে জানাতে ভুলবেন না। টিউনটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না এবং কোন ভুল হলে ক্ষমা সুন্দর দিষ্টিতে দেখবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই মাহ মুদুল হাসান প্রিন্স।

No comments:

Post a Comment