Sunday, October 16, 2011

ফটোশপ জোন(পর্বঃ২৬- মেটাল টেক্সট বা ধাতব লেখা তৈরি)

নতুন একটি ডকুমেন্ট খুলুন ফরগ্রাউন্ড কালার ও ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে যথাক্রমে কালো ও সাদা রঙ সিলেক্ট করুন। Gradient tool সিলেক্ট করে এর জন্য নিচের মত মান নির্ধারণ করুন টুলস অপশন্স বার থেকে
ডকুমেন্টের উপরের ডান কোণা থেকে নিচের বাম কোণা পর্যন্ত ড্র্যাগ করুন। নিচের মত পাবেন।
filter->noise-> add noise কমান্ড দিলে একটি বক্স পাবেন তাতে নিচের মত মান দিন।
ফলে নিচের মত পাবেন।
filter -> blur-> motion blur কমান্ড দিন। নিচের মত বক্স পাবেন। এতে নিচের মত মান দিন।
ফলে নিচের মত হবে।
এখন এর নিচের অংশে অর্থাৎ যেখানে একটু গাঢ় রঙ হয়েছে সেখানে টেক্সট টুল দিয়ে নিচের মত লিখুন।
এই টেক্সটটি নতুন লেয়ারে লিখা হয়েছে। উল্লেখ্য যেকোনো টেক্সট আলাদা টেক্সট লেয়ারে লিখা হয়।
ctrl ধরে টেক্সট লেয়ারের থাম্বনেইলে একটি ক্লিক করুন। ফলে টেক্সটের চারপাশে সিলেকশান তৈরি হবে।
এখন ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করুন।

এখন টেক্সট লেয়ারটি ফেলে দিন বা hide করে রাখুন।

ব্যাকগ্রাউন্ড লেয়ারটি ডুপ্লিকেট করুন এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারটি hide করে রাখুন। ডপ্লিকেট লেয়ারটি সিলেক্ট রাখুন।
ctrl+shift+I প্রেস করুন। ফলে ইনভার্ট সিলেকশান তৈরি হবে। অর্থাৎ আপনার টেক্সটের চারপাশে যে সিলেকশান তৈরি হয়েছিল তা ডিসিলেক্ট হয়ে এর বাইরের অংশ সিলেক্ট হবে। delete প্রেস করুন। বাইরের অংশ ডিলিট হবে।
এখন blending option সিলেক্ট করে নিচের মত মান নির্ধারণ করুন।


এর ফলে নিচের মত পাবেন।
তাছাড়া Bevel and emboss এর মান যদি নিচের মত করেন,
তাহলে নিচের মত সূক্ষ কিনারা বিশিষ্ট টেক্সট পাবেন
সবাইকে ধন্যবাদ।
আগের পর্বের স্ক্রুগুলো এই লেখায় লাগিয়ে দিলে কেমন হয় ?

No comments:

Post a Comment